রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বৈরাগ ইউনিয়ন আওয়ামী পরিবার। বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভূমিমন্ত্রীর সহকারি একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, ব্যবসায়ী আনোয়ার হোসেন ও বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন। বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু ও আবদুল মালেকসহ কমিটির সদস্যরা। পরে বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।