বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানী ঢাকায় এখনো ঘোড়ার গাড়ি চলছে। দু’টি ঘোড়া দিয়ে ১৫ থেকে ২০ জনকে বহন করা হয়। ঘোড়ার উপর অমানবিক এই নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে এসময় ঘোড়ার প্রতি নির্যাতন বন্ধের বিষয়ে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আধুনিক এই যুগে রাজধানী ঢাকা শহরে ঘোড়ার গাড়ি ও ঘোড়া দিয়ে পণ্য পরিবহন অনেক দিন ধরে চলে আসা একটি অমানবিক চর্চা। শহর এবং গ্রামে ঘোড়া দিয়ে অধিক যাত্রী বহন করা হয়। অসুস্থ ও আহত অবস্থাতেও ঘোড়াকে দিয়ে গাড়ি চালানো ও পণ্য পরিবহন করানো হয়। রাজধানী ঢাকায় যান্ত্রিক যানের সঙ্গে পাল্লা দিয়ে ঘোড়াকে দৌঁড়াতে বাধ্য করা হয়। তারা আরও বলেন, গাড়ি টানা ঘোড়াগুলো আহত বা অসুস্থ হলেও চিকিৎসা পায় না। ঘোড়াগুলো অসুস্থ হলে সড়কে ফেলে রাখা হয়, যা অত্যন্ত মর্মস্পর্শী। তারা আরো বলেন, রাজধানীর মত যান্ত্রিক শহরে মোটর গাড়ির পাশাপাশি ঘোড়ার গাড়ি চলা কতটা যুক্তিযুক্ত সেই তুলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।