বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর গাবতলীতে বাস-লেগুনার পাল্লাপাল্লিতে বাসের নিচে চাপা পড়ে মো. খালিদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাবতলী বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মেস বাসায় থাকতেন এবং পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোহাম্মদপুর থেকে গাবতলীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা প্রত্যয় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সঙ্গে সঙ্গেই তার মাথার হেলমেট ভেঙে দুই টুকরো হয়ে যায়। একটি অংশ রাস্তায় পড়ে থাকে ও অন্য অংশটি মাথার সাথে লেগে ছিল। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, দুর্ঘটনার পর খালিদের মাথার ঘিলু বের হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একটি বাস ও একটি লেগুনা আগে যাওয়ার জন্য পাল্লাপাল্লি করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দারুসসালাম থানার ওসি আসলাম উদ্দিন বলেন, খালিদকে চাপা দেয়া বাসটি প্রত্যয় পরিবহনের বলে জানা গেলেও সেটি এখনো শনাক্ত করা যায়নি। বাসটি শনাক্তে কাজ চলছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।