Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সঙ্গীতায়োজনে ডলি সায়ন্তনীর জনপ্রিয় দুই গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

নব্বই দশকের শুরুর দিকে কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীর গাওয়া শ্রোতাপ্রিয় গান ছিল ‘বুড়ি হইলাম তোর কারণে’ ও ‘শ্যাম তুমি লীলা বোঝো’। কথা ও সুর ঠিক রেখে আবারও নতুন আবহে এ গান দুটি প্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটির সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার ও গিটারিস্ট এমিল। আর ‘শ্যাম তুমি লীলা বোঝো’ গানটি সঙ্গীতায়োজন করেছেন এমিল ও ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামান। সম্প্রতি মিরপুর ডিওএইচএসের স্টার টি ভিশন হাউসে দুটি গানের দৃশ্যধারণ শেষ হয়েছে। গানের ভিডিওতে ডলি সায়ন্তনীর সঙ্গে দেখা যাবে তার যন্ত্রী দলের সদস্যদের। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন আলী নূর আশিক। স্টুডিও বেইজড গান দুটি শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। ডলি সায়ন্তনী বলেন, পুরনো গানের আবেদন কখনও ফুরাবার নয়। নব্বই দশক থেকে এখনও শ্রোতাদের অনুরোধের তালিকায় এই গান দুটি শুরুর দিকে থাকে। তাই আবারও নতুন করে গেয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে। তিনি বলেন, সময় বদলেছে। গান শোনার সঙ্গে এখন দেখারও বিষয়। তাই এখন থেকে আমার শ্রোতাপ্রিয় গানগুলোর নতুন সঙ্গীতায়োজন ও মিউজিক ভিডিও করার পরিকল্পনা করছি। সামনে শ্রোতাদের আরও গান উপহার দেওয়ার চেষ্টা থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ