Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মোশাররফ করিমের প্রযোজনায় নতুন ধারাবাহিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘ ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। আশরাফুল চন্চল্-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। আরটিভিতে প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০ টায় প্রচার হবে নাটকটি।নাটকটির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। এই অভিনেতার নিজের প্রোডাকশন হাউস ‘এম প্রোডাকশন’ থেকে নাটকটি প্রযোজনা করা হয়েছে। এরইমধ্যে নাটকের ত্রিশ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাকি পর্বগুলো সামনের মাস থেকে শুটিং শুরু হবে। পরিচালক বলেন, ‘এই ধারাবাহিকের কাহিনী গড়ে উঠেছে একটি মফস্বল শহরের পাড়ার মোড়ে গড়ে ওঠা একটি লন্ড্রির দোকানকে কেন্দ্র করে। দোকানের মালিক, হোসেন ভাই মুক্ত মনের এবং আড্ডাপ্রিয় হওয়ার কারণে তার দোকান হয়ে উঠেছে এলাকার কিছু অন্যরকম মানুষের আড্ডাস্থল। সেই সব দোকানে আড্ডা দিতে আসা মানুষগুলোর জীবনাচরন ও অভিজ্ঞতা নিয়েই এই ধারাবাহিক। আর আড্ডা দিতে আসা মানুষগুলোর মধ্যে মোশাররফ করিমও একজন। নতুন এই ধারাবাহিকের গল্প নিয়ে দারুণ উচ্ছ¦সিত অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, ‘কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি। আশা করছি, দর্শকরা নাটকটি গ্রহণ করবেন।’ মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ