প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বেহাদ টু’ সিরিয়ালের প্রোমো চলছে এখন ছোট পর্দায়। এই প্রোমোতে দেখা যাচ্ছে মায়া ভূমিকায় আরও ভয়ানক রূপে ফিরছেন জেনিফার উইঙ্গেট। এই প্রোমোতে মায়াকে একটি অ্যালার্ম ঘড়ি নিয়ে খেলতে দেখা যায়। হাতে একটু খোঁচা লাগলে মায়া ক্রোধে ঘড়িটি আছড়ে ভেঙে ফেলে আর বলে, “কেউ শান্তিতে ঘুমাচ্ছে ভেবে কখনও ঘুম আসে না।” এবার তার বিপরীতে প্রধান পুরুষ ভূমিকায় থাকবেন শিবিন নারাঙ এবং আশিস চৌধারি প্রথম মৌসুমে ছিলেন কুশল ট্যান্ডন। মায়ার ভূমিকায় ফিরছেন বলে একই সঙ্গে ‘নার্ভাস আর রোমাঞ্চিত লাগলে’ বলে জানান জেনিফার। “সিরিজটির প্রথম মৌসুম শেষ হবার পর ভক্তদের অনুরোধে সিরিয়ালের শিল্পী-কুশলীরা নতুন কাহিনী নিয়ে ফেরার সিদ্ধান্ত নেয়,” তিনি বলেন। “আবার মায়ার ভূমিকায়?! আমরা কি তৈরি? আমি একই সঙ্গে নার্ভাস আর রোমাঞ্চিত কারণ প্রথম মৌসুমের সাফল্যে সিকুয়েল নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সিরিজটি দ্বিগুণ রোমাঞ্চ নিয়ে ফিরবে আমার ভক্ত দর্শকরা যে ভালবাসা দিয়েছে তাতে তাদের কথা দিচ্ছি আরও রোমাঞ্চ থাকবে। দর্শকদের কল্পনার বাইরে সীমা ছাড়িয়ে যাবে মায়া।’’ সোনি টিভিতে ১১ নভেম্বর থেকে ‘বেহাদ টু’র প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।