Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘অ্যাভাটার’-এ অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন ম্যাট ডেমন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

হলিউড সুপারস্টার ম্যাট ডেমন জানিয়েছেন জেমস ক্যামেরন পরিচালিত বøকবাস্টার ‘অ্যাভাটার’-এ অভিনয়ের অফার ফিরিয়ে দিয়ে তিনি বিপুল লভ্যাংশ লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। “ক্যামেরন আমাকে ‘অ্যাভাটার’-এ কাজ করা প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শোন। আমার কাউকে দরকার নেই। আমার কোনও নামী অভিনেতা প্রয়োজন নেই। তুমি যদি প্রস্তাব গ্রহণ না কর, আমি একজন অপরিচিত অভিনেতা খুঁজে নেব, কারণ এই ফিল্মে আসলে তোমার প্রয়োজন নেই। তবে তুমি যদি প্রস্তাব গ্রহণ কর তোমাকে লভ্যাংশের ১০ শতাংশ দেব,” ডেমন জিকিউ সাময়িকীকে সাক্ষাতকারে বলেন। তিনি আরও বলেন, “ আমরা ‘প্রমিসড ল্যান্ড’-এর চিত্রনাট্য লেখার সময় আমি জন ক্রানিস্কিকে এই কথাটি বলেছিলাম, সে বলল , ‘কী বলছ?!’ তারপর বলল, ‘সেই ফিল্মটি করলে তোমার জীবনের কিছুই বদলাত না, কোনও কিছুই বদলাত না। শুধু আমরা যে এখন কথা বলছি তা ছাড়া।” “সুতরাং, হ্যাঁ। অন্য কোনও অভিনেতা থেকে আমার কাছি বেশি অর্থ থাকত। এটাই মন্দ দিক আর নিষ্ঠুর সত্য। তবে, আমার সন্তানদের সবাই খেতে পাচ্ছে। আমিও ভালই করছি,” ডেমন বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ