Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নীলফামারীর সৈয়দপুরে কামরান (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে মাঠ থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। পেশায় স্বর্ণ কারিগর কামরান হোসেনের বাড়ি তার বাড়ি কয়ানিজপাড়া এলাকার দোলাপাড়ায়। সে ওই এলাকার সামসেনুর এর পুত্র। তবে সে স্ত্রী পারুল ও আড়াই বছরের শিশুকন্যা পরীকে নিয়ে গোলাহাট এলাকায় থাকতো। তিনি শহরের শেরে বাংলা (সিনেমা রোড) স্বর্ণকার পট্টিতে কাজ করতো।

পুলিশ জানায়, সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ের পাশে লাশটি পড়েছিল। মাঠে আগত লোকজন লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. বাপ্পী ঘটনাস্থলে পৌঁছে লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ।

জানা গেছে, লাশটির পাশে একটি খালি গøাস পড়েছিল। এতে অনেকের ধারনার কোন বিষাক্ত দ্রব্য পানে আত্মহত্যা করতে পারেন তিনি। আর এতে করে তার দুই ঠোট পুঁড়ে গেছে। তবে তার মৃত্যুও সঠিক কারণ জানা যায়নি।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান রেলওয়ে মাঠ থেকে স্বর্ণ কারিগর কামরানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ