Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারা প্রেসক্লাবের কমিটি গঠন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

সভায় গঠিত ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি সর্ব সম্মতিক্রমে এম আনোয়ারুল হককে (সমকাল ও পূর্বকোণ) সভাপতি ও জাহেদুল হককে (দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, মোহাম্মদ মোরশেদ হোসেন (প্রথম আলো) জ্যেষ্ঠ সহ-সভাপতি, একেএম নুরুল ইসলাম (কালের কণ্ঠ ও আজাদী) সহ-সভাপতি, হুমায়ূন কবির শাহ্ সুমন (ভোরের কাগজ ও সুপ্রভাত বাংলাদেশ) যুগ্ম সম্পাদক, ডিএইচ মনসুর (আমার সংবাদ ও কর্ণফুলী) অর্থ সম্পাদক, মো. আক্কাস উদ্দিন (নয়া বাংলা) সাংস্কৃতিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলম (যায়যায়দিন ও সাঙ্গু) ক্রীড়া সম্পাদক, মো. ইমরান হোসাইন (মানবকণ্ঠ ও চট্টগ্রাম প্রতিদিন) গ্রন্থাগার সম্পাদক, কোরবান আলী টিটু (আজকালের খবর) সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ সোহেল (বিজয় টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক, নুরুল আবছার তালুকদার (ইনকিলাব), খালেদ মনছুর (পূর্বদেশ), রেজাউল করিম সাজ্জাদ (সিপ্লাস টিভি) ও মো. মহিউদ্দিন মনজুরকে (সকালের সময়) কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ