বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চিহ্নিত ডাকাত।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা থানার ওসি মঈন উদ্দিন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৮)। সে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে। নিহত সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
ওসি আরো দাবি করেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সাদ্দামকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।