রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ২১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবের ৯-এর পাতায় ‘ডিগ্রি পরীক্ষায় পয়ালগাছা কলেজে নকলের ছড়াছড়ি’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন, পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন, চলমান ডিগ্রি পরীক্ষা ও আমাকে নিয়ে একটি অসত্য, উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়। আমি ঐ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পয়ালগাছা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পয়ালগাছা ডিগ্রি কলেজের কোন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। তারা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহ শরীফ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সুতরাং আমিসহ কলেজের অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের নকলের সহযোগিতা করছেন বলে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। প্রতিবেদনে বলা আছে অধ্যক্ষ প্রভাব খাটিয়ে প্রায় ৮ বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। প্রকৃতপক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি বিধি মোতাবেক আমি এই কলেজের অধ্যক্ষ পদে যোগদান করে অত্যন্ত সুনামের সঙ্গে কলেজ পরিচালনা করে আসছি। এই ধরনের প্রতিবেদনে অধ্যক্ষের প্রতি বিষোদগার করা হয়েছে। পরিশেষে বলতে চাই পরীক্ষার হলে কোন নকল হচ্ছে না।
প্রতিবেদকের বক্তব্য
স্থানীয় অভিভাবকদের অভিযোগের আলোকে সরেজমিনে চলমান ডিগ্রি পরীক্ষার পয়ালগাছা ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করে নিউজটি করা হয়। একাধিক সাংবাদিকসহ পরিদর্শনে দেখা যায় পরীক্ষার্থীরা অবাধে নকল করছে এবং কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ নিজেই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নকলের সুযোগের কথা স্বীকার করেছেন। এই নিউজে সংবাদদাতার নিজস্ব কোন মতামত নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।