Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ কোটি ডলার দেবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:১৯ এএম


 ঢাকা ও খুলনার আশপাশের যেসব শহর এলাকায় জনসংখ্যা বাড়ছে, সেসব এলাকার রাস্তাঘাট ও নর্দমার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সরকারকে ১৫ কোটি ডলার দিচ্ছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ২৭৫ কোটি টাকা। এর মধ্যে ৭ কোটি ৫০ লাখ ডলারের জন্য ২ শতাংশ সুদ দিতে হবে। আর বাকি ৭ কোটি ৫০ লাখ ডলারের জন্য লন্ডন আন্তঃব্যাংক সুদ হারের (লাইবর) ছয় মাসের গড় সুদ হারের সঙ্গে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে সুদসহ ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
বর্তমানে লাইবরের ছয় মাসের গড় সুদ হার ২ শতাংশের কিছু বেশি। হিসাব অনুযায়ী সব মিলে এ ঋণের জন্য প্রায় ৩ শতাংশের কাছাকাছি হারে সুদ দিতে হবে। গত মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ এবং এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ‘সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্পে এই ঋণের অর্থ ব্যয় করা হবে। এ প্রকল্পের আওতায় ঢাকার পাশের গাজীপুর ও নারায়ণগঞ্জ এবং খুলনা সিটি করপোরেশনের পাশের ১৪টি পৌরসভা ও ৩টি উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে এসব এলাকার ৩৫৭ কিলোমিটার সড়ক, ১৫৩ কিলোমিটার নর্দমা, ১ হাজার ৭২২ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩০ লাখ ডলার। এতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৭ কোটি ৩০ লাখ ডলার আর বাকি ১৫ কোটি ডলার এডিবি জোগান দিচ্ছে। প্রকল্পটির আওতায় ঢাকা বিভাগের গাজীপুর সিটি কোর্পোরেশন ছাড়াও সাভার, ধামরাই, কালিয়াকৈর, কাঞ্চন, তারাব, সোনারগাঁও, সিংগাইর, মানিকগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ ও আড়াইহাজারের রাস্তাঘাট ও ড্রেনের উন্নয়ন করা হবে।
অন্যদিক খুলনা সিটি করপোরেশনের চালনা, যশোর, নোয়াপাড়া, ঝিকরগাছা ও মংলা শহরের উন্নয়ন করা হবে। অনুষ্ঠানে মনোয়ার আহমেদ বলেন, ঢাকা ও খুলনা পার্শ্ববর্তী শহরের মানুষের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
মনমোহন প্রকাশ বলেন, এদেশের বড় বড় শহরগুলোর পাশের শহরগুলোও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তাই এসব এলাকায় পরিকল্পিতভাবে জমি ব্যবহারের পাশাপাশি সংশ্লিষ্ট নাগরিকদের জন্য বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে গৃহীত এ প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে। পথঘাট-নর্দমার উন্নয়ন

 



 

Show all comments
  • Nannu chowhan ৩ অক্টোবর, ২০১৯, ১০:২৯ এএম says : 0
    It's confusing me,some minister always trying to establish "the government has enough money"but question is if our government has enough money why we have to borrowing money from ADB% ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এডিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ