Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরতলে সম্পদ আহরণে বিনিয়োগ করবে ফ্রান্স

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


 ব্লু-ইকোনোমি তথা সাগরের তলদেশে লুকায়িত সম্পদ আহরণে বিনিয়োগ করবে ফ্রান্স সরকার। গতকাল (বুধবার) টাইগারপাস সিটি মেয়রের কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাতকালে ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়ান-মেরিন সূহ বিনিয়োগে আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে বলেন, সাগর-নদী ও পাহাড়-পর্বত বেষ্টিত এ শহর যেকোনো অতিথিকে মুগ্ধ করে। আমি ও আমার স্ত্রী এ শহরের এসে অবিভূত হলাম। প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি এ শহরটি এখন সবুজ এবং পরিচ্ছন্ন নগরী বলে অভিমত ব্যক্ত করেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কোরিয়া, চীনসহ বিভিন্ন রাষ্ট্রের ব্যবসায়ীরা এ শিল্পাঞ্চল জোনে বিনিয়োগ করছে। এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ ও তা উৎক্ষেপণে ফ্রান্স ব্যবসায়ী মহলের বড় বিনিয়োগ। এর জন্য সিটি মেয়র ফ্রান্স সরকার এবং সে দেশের ব্যবসায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে মেয়র নাছির চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ড, জাহাজ তৈরি, বৃহৎ শিল্প কারখানা এবং পোশাক শিল্প কারখানা, স্টিল মিলসের স্থাপনা এবং বিশেষ শিল্পাঞ্চল স্থাপন সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক অরমান রাফি নিজাম, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু শাহেদ চৌধুরী প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ