Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে হেয় করতেই ভিত্তিহীন অভিযোগ

যশোর জেলা আ.লীগ সেক্রেটারির সংবাদ সম্মেলন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


 যশোর জলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বুধবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেছেন, আমি বা আমার নেতা ও কর্মীদের কেউই মাদক সন্ত্রাস, জুয়া, দখলবাজ ও চোরাচালানের সাথে কোনভাবেই সম্পৃক্ত নই। অথচ একটি জাতীয় দৈনিক পত্রিকায় কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করেছে। তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, সংক্ষুব্ধ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ওই পত্রিকার বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণ মামলা করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন এবং জেলা আওয়ামী লীগসহ সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক। উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদিরসহ নেতা কর্মীরা।
আ.লীগ নেতা শাহীন চাকলাদার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় এবং বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, কর্মসূচিতে সামনে থেকে অংশগ্রহণ করেছি।

আমাদের পারিবারিক প্রতিষ্ঠান ‘জামান ফার্মেসী’ যশোর শহরে প্রতিষ্ঠিত ১৯৭৬ সালে। আমাদের বহুল পরিচিত প্রতিষ্ঠান ‘চাকলাদার পরিবহন’ ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। ১৯৮৪ সাল থেকে পাউবো, সড়ক বিভাগ, গণপূর্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক বড় বড় কাজ আমার ঠিকাদারি প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে সম্পন্ন করেছে এবং করছে। ফলে পারিবারিকভাবেই আমরা অর্থবিত্তশালী। অথচ মাত্র ১১ বছরে আমার বিপুল অর্থবিত্ত হয়েছে সংবাদে দেখানোর অপচেষ্টা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ