Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের সুইপারের জুতায় ৪ কেজি স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ বিমানের সুইপারের জুতায় পাওয়া গেল দুই কোটি টাকা মূল্যের সোয়া চার কেজি স্বর্ণ। গতকাল বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইলিয়াস নামে বিমানের ওই সুইপারকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের একটি উড়োজাহাজে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার জুতার ভেতর লুকানো সোয়া ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইটে পরিচ্ছন্নতার কাজ করেন ইলিয়াস। বিমান থেকে বের হওয়ার সময় বাংলাদেশ বিমানের ওই সুইপারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুবাই থেকে আসা ওই স্বর্ণের চালানটি টয়লেট থেকে জুতায় লুকিয়ে বের করে আনার কথা স্বীকার করে ইলিয়াস। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ