বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক যুবক আহত হয়েছে। পুলিশের দাবি ওই যুবক পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা আছে। গতকার বুধবার ভোরে মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় গোলাগুলির ঘটে। গুলিবিদ্ধ মো. সোহলে ওরফে বাছাইয়াকে (৩১) চমেক হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি। বাসা নগরীর পশ্চিম ষোলশহর খতিবের হাটে।
পুলিশ জানায়, নগরীতে অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে ও নির্জন স্থানে লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে সোহেল ও তার সহযোগীরা টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে। গতকাল ভোরে ফরেস্ট গেইট এলাকায় একদল ছিনতাইকারী অবস্থান করছে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। পরে সোহেলকে বামপায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় তিন পুলিশও আহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।