বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলায় কথিত আহলে হাদিসের নামে ভ-ামি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারি ভ- কামরুলের দায়ের করা মিথ্যা মামলায় ১৯ জন নিরীহ মুসল্লির জামিন না মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মুসল্লিরা।
গতকাল সকাল ১১টায় মিথ্যা মামলায় আটক হওয়া মুসল্লিদের মুক্তির দাবিতে ভোলা সদর রোডে বিক্ষোভ মিছিল করে ঈমান আক্বিদ্বা সংরক্ষণ কমিটি ভোলা জেলা শাখা। মিছিলটি ভোলা জজ আদালতের সামনে গিয়ে সড়ক অবরোধ করে ভোলা জজ আদালতের আশপাশের এলাকা অচল করে দেয়।
এ সময় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন ঈমান আক্বিদ্বা সংরক্ষণ কমিটি ভোলা জেলা সভাপতি মাওলানা বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকিসহ আরো অনেকে। এ সময় তারা আটককৃত মুসল্লিদের নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, আহলে হাদিস নামধারী বহুরুপী কামরুল ইসলাম বাবুল ধর্মের নামে সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কামরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইতোপূর্বে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
অথচ ভ- কামরুলের দায়ের করা মিথ্যা মামলায় ১৯ জন নিরীহ মুসল্লির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এসময় বক্তারা ভোলার শান্তি রক্ষার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারি ভ- কামরুলকে গ্রেফতার এবং মুসল্লিদের মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে ভোলা অচল করে দেওয়ার হুশিয়ারি দেন তারা। এদিকে, রাস্তা অবরোধের ফলে যানজট ও জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়। জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।