Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবিষ্যতে বিয়ে করলেও করতে পারি -অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ে করছেন এমন গুঞ্জণ কয়েক দিন ধরে চলছে। তবে অপু জানান, এখনই বিয়ের ব্যাপারে প্রস্তুত নন তিনি, তবে ভবিষ্যতে বিয়ে করলেও করতে পারেন। অপু বলেন, আসলে বিয়ে করছি বা আমার বিয়ে ঠিক হয়েছে এমন কথা বলিনি। অভিভাবকরা চিন্তা করছেন, আমার একটা সুন্দর জীবন দরকার। একা তো জীবন কাটানো সম্ভব নয়, যেহেতু বাবা নেই, সে জায়গা থেকে আমার মায়ের চিন্তা বেশি। আমার মা এ প্রসঙ্গে আমার দিদি বা আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রায়ই আলোচনা করেন। সেটা আমিও শুনি। ওই জায়গা থেকে আমাকে তারা জিজ্ঞেস করেন, আমার কোনো সমস্যা আছে কিনা? তখন আমি তাদের জানিয়েছি, এখন আমি স্বাবলম্বী একজন মেয়ে, অন্যদের চেয়ে আমার মানসিকতা অনেক পরিপক্ক। সে জায়গা থেকে ভেবে-চিন্তে সবকিছু করা দরকার। মূল ব্যাপাটি এটা। তিনি বলেন, না আমি বিয়ের সম্মতি দিয়েছি, না আমার জন্য কোনো পাত্র ঠিক করা হয়েছে, না আমি কারো সঙ্গে প্রেম করছি! বিয়ের কোনও প্রসঙ্গেই নয়, এগুলো আমার পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা। বলতে পারেন এখনই বিয়ে নয়, তবে ভবিষ্যতে হলেও হতে পারে। সিনেমায় কাজের প্রসঙ্গে অপু বলেন, অনেকদিন পর আমার একটা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ চলতি বছর মুক্তি পাবে। সেটাতে কেমন সাড়া পাই, তা দেখে ও বুঝে তারপর সিদ্ধান্ত নেবো সামনে আমার আর কী কী কাজ করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ