Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লরা ডার্ন, জেফ গোল্ডব্লাম আর স্যাম নিল ফিরছেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ডাইনোসরদের চলচ্চিত্র বিশ্বে ফিরছেন লরা ডার্ন, জেফ গোল্ডব্লাম এবং স্যাম নিল। তাদের ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের তৃতীয় পর্বে দেখা যাবে। ১৯৯৩ সালের মূল চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’-এ এই তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘জুরাসিক পার্ক’-এর রিবুট সিরিজ ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এও তারা আগের ভূমিকায়ই অভিনয় করবেন। মূল চলচ্চিত্রে ডার্ন, গোল্ডব্লাম এবং নিল যথাক্রমে ড. এলি স্যাটলার, ড. আয়ান ম্যালকম এবং ড. অ্যালান গ্র্যান্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৫’র ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালক কলিন ট্রেভোরোও ফিরছেন তৃতীয় পর্বে। ডাইনোসর হ্যান্ডলার ওয়েন গ্রেডির ভূমিকায় ফিরবেন ব্রাইস ড্যালাস হাওয়ার্ড ফিরবেন ডাইনোসর অধিকার কর্মী ক্লেয়ার ডিয়ারিংয়ের ভূমিকায়। গত সপ্তাহে ‘জুরাসিক ওয়ার্ল্ড’এর এক বিশেষ স্ক্রিনিংয়ের সময় পরিচালক ডার্ন, গোল্ডব্লাম এবং নিলের নাম ঘোষণা করেন; এসময় ডার্ন তার সঙ্গে ছিলেন। ‘জুরাসিক পার্ক’ পরিচালক স্টিভেন স্পিলবার্গ ট্রেভোরোর সঙ্গে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। ট্রেভোরো এবং ডেরেক কনোলির কাহিনী অবলম্বনে ট্রেভোরোর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন এমিলি কারমাইকেল। নতুন চলচ্চিত্রটির নাম ‘জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম’। প্লট সম্পর্কে কোনও আভাস দেয়া হয়নি। ফিল্মটি ২০২১-এ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ