Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কসৌটি জিন্দেগি কে’র নতুন কমলিকা আমনা শরিফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

আরেকবার ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে কমলিকার ভূমিকায় নতুন অভিনেত্রী আসতে যাচ্ছে। হিনা খানের সিরিজ ছেড়ে যাবার পর ভাবুন কে আসছে স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমে কে আসছে ভ্যাম্প কমলিকা চরিত্রে।তিনি আর কেও নন আমনা শরিফ। এই প্রথম নয় দ্বিতীয়বার এই ভূমিকায় শিল্পী পরিবর্তন হল। এর আগে ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত উর্বশী ঢোলাকিয়া এই চরিত্রটি করেছেন আর এবার আসছেন আমনা। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত স্টার প্লাসের ‘কাহিঁ তো হোগা’ সিরিয়ালে কাশিশের ভূমিকায় অভিনয় করে আমনা স্মরণীয় হয়ে আছেন। তাকে শেষ দেখা গেছে ২০১৩’র ‘এক থি নায়িকা’ মিনি সিরিজে; এটি লাইফ ওকে চ্যানেলে প্রদর্শিত হয়। আমনা এছাড়াও বলিউডের ‘এক ভিলেন’ (২০১৪) চলচ্চিত্রে রিতেশ দেশমুখ রূপায়িত চরিত্রের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। পর্দা থেকে দূরে থাকা এবং খল ভূমিকায় ফেরা প্রসঙ্গে আমনা বলেন, “আমি আমার একান্ত জীবনকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে অবকাশ নিয়েছিলাম। এমন পরিবেশে থাকাটা জরুরি ছিল। কোনও প্রেম কাহিনীতে ফেরাটা সহজই ছিল, কিন্তু তাতে শিল্পী হিসেবে আমার চাহিদা মিটত না। দর্শকদের চমৎকৃত করার তাগিদে খল ভূমিকায় ফিরছি। যখন আমাকে কমলিকার ভূমিকা অফার করা হয় অভিনয়শিল্পী হিসেবে এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ হবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ