বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানসহ দশ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন এ অনুমোদন দেয়। শিঘ্রই এ বিষয়ে মামলা হবে বলে জানানো হয় সংস্থার এক প্রেসবিজ্ঞপ্তিতে। এজাহারে আরডিএ’র তৎকালিন চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম ও মো. খায়রুল আলম, লক্ষীপুরের ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হকের নাম থাকছে আসামি হিসেবে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি (৮টি বাণিজ্যিক প্লট) বরাদ্দের অভিযোগ আনা হচ্ছে। এতে দন্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হবে। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের অভিযোগ আনা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।