Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরাক্কেলে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ জন নির্বাচিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল সিজন ১০-এর বাংলাদেশি প্রতিযোগীদের অডিশন সম্পন্ন হয়েছে। অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। অডিশনে কলকাতা থেকে এসেছিল মীরাক্কেলের টিম। প্রায় তিন বছর পর এ বছর শুরু হচ্ছে মিরাক্কেল শো। আগের বেশ কয়েকটি সিজনে বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। সিজন ৬-এ আবু হেনা রনি হয়েছিলেন চ্যা¤িপয়ন (যৌথভাবে), সিজন ৯-এ কমরউদ্দিন আরমান ও সাইদুর রহমান পাভেল হয়েছিলেন রানারআপ। মোহাম্মদ পরশ, এমদাদুল হক হৃদয়, জামিল হোসেন, ইয়াকুব রাসেলসহ অনেকেই নাম কুড়িয়েছেন এই শোয়ের মাধ্যমে। কলকাতার বিচারকদের পাশাপাশি এদেশের বিচারকরাও যোগ দিয়েছিলেন অডিশন পর্বে। বিচারকের আসনে বসেছিলেন আবু হেনা রনি, কমরউদ্দিন আরমান, এমদাদুল হক হৃদয়সহ অনেকে। এবারের প্রতিযোগীদের নিয়ে কমরউদ্দিন আরমান বলেন, সারাদেশ থেকে এবার অনেক প্রতিযোগী এসেছেন। তবে কলকাতা গিয়ে তাদের কঠিন সময় পাড়ি দিতে হবে। বাছাইকৃতদের নিয়ে কলকাতায় গ্রæমিং সেশন হবে। সেখানেও অনেকে বাদ যেতে পারেন। তাই আগে থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে যেতে হবে। মীরাক্কেল প্রযোজক শুভংকর চট্টোপাধ্যায় বাংলাদেশী প্রতিযোগীদের নিয়ে বলেন, এদেশে অনেক ট্যালেন্ট প্রতিযোগী রয়েছে। সঠিক নার্সিং পেলে অনেকদূর যেতে পারবে। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে এবারের আয়োজন টিভিতে প্রচার শুরু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ