Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শারদীয় উৎসবে দেশের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

শারদীয় উৎসব উপলক্ষে প্রকাশ পাচ্ছে দেশাত্মবোধক গান ‘সোনার দেশে জনম আমার মাগো’। অডিওর পাশাপাশি ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আকারেও প্রকাশ পাবে গানটি। দীপংকর দীপকের কথা ও বাসুদেব ঘোষের সুর-সঙ্গীতে এ গানে কণ্ঠ দিয়েছেন বৃষ্টি। আগামী ৪ অক্টোবর বাসু মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশিত হবে। বিশিষ্ট সুরকার ও সঙ্গীতপরিচালক বাসুদেব ঘোষ বলেন, ‘এখন আর কেউ মূল ধারার গান নিয়ে চর্চা করছে না। সঙ্গীতকে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ফলে দীর্ঘসময় টিকে থাকার মতো গান প্রকাশিত হচ্ছে না। এ গানটি সেদিক থেকে একেবারে আলাদা। গানের কথায় স্বদেশের প্রতি গভীর মমতাবোধ প্রকাশ পেয়েছে। উদীয়মান শিল্পী হিসেবে বৃষ্টিও চমৎকার গেয়েছে। বর্তমান কাজ নিয়ে বাসুদেব ঘোষ আরো বলেন, ‘আমি এক হাজার গান নিয়ে একটি অ্যালবাম করছি। এর অডিও ভার্সনের কাজ প্রায় শেষ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গানগুলো মুক্তি দেওয়া হবে।’ গীতিকার দীপংকর দীপক বলেন, ‘এ গানে স্বদেশপ্রেমের নানা চিত্রপট তুলে ধরা হয়েছে। আজকাল দেশের গান হয় না বললেই চলে। ডিজিটাল মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় চটুল ও প্রেমের গানের ভিড়ে দেশপ্রেমবোধ যেন হারিয়ে যেতে বসেছে। তাই এ গানের মধ্য দিয়ে মা-মাটি ও মানুষের কাছে ফেরার চেষ্টা করা হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ