প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের ‘ওয়ার’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। এছাড়া একই দিন চার ভাষায় ‘সাই রা নরসিমহা রেড্ডি’ মুক্তি পাবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’; প্রাথমিকভাবে ফিল্মটির নাম ছিল ‘ফাইটার্স’। আদিত্য চোপড়া ফিল্মটি প্রযোজনা করেছেন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করেছেন হৃতিক রোশন, টাইগার শ্রফ, বানী কাপুর এবং আশুতোষ রানা। বিশাল দাদলানি এবং শেখর রাবজিয়ানি সঙ্গীত পরিচালনা করেছেন। দক্ষিণ কোরিয়া এবং হলিউডের পরিচালকরা ফিল্মটির অ্যাকশন কোরিওগ্রাফি করেছে। ‘ওয়ার’ ভারতের প্রথম ফোরডিএক্স ফরম্যাটের ফিল্ম। ফোরডিএক্স হলে থ্রিডির পাশাপাশি ঘ্রাণ, বাতাসের প্রবাহ, বিদ্যুৎ চমক, চেয়ারের মুভমেন্ট, বাবল ইত্যাদি যুক্ত থাকে। ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে উইয়ালাওয়াডা নরসিমহা রেড্ডির বাস্তব বীরত্ব নিয়ে নির্মিত ‘সাই রা নরসিমহা রেড্ডি’ মুক্তি পাবে এক্সেল এন্টারটেইনমেন্ট এবং এএ ফিল্মসের ব্যানারে। বায়োগ্রাফিকাল অ্যাকশন ফিল।মটি প্রযোজনা করেছেন রামচরণ। সুরেন্দর রেড্ডির পরিচালনায় অভিনয় করেছেন চিরঞ্জীবি, অমিতাভ বচ্চন, আইচ্ছা সুদীপা, জগপতি বাবু, নয়নতারা, আন্শুকা শেট্টি, তামান্না ভাটিয়া, রবি কিষণ এবং বিজয় সেতুপতি। অমিত ত্রিবেদী সঙ্গীত পরিচালনা করেছেন। ২৭০ কোটি রুপি বাজেটে মূলত তেলুগুতে নির্মিত ফিল্মটি হিন্দি, মালয়ালম, তামিল, এবং কন্নড় ভাষায়ও মুক্তি পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।