Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলিশ বনাম পেঁয়াজ

দুই দেশের বন্ধুত্বের নিদর্শন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

এই হলো ভারতের বন্ধুত্বের নিদর্শন! পূজা উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২৯ সেপ্টেম্বর ২৪ মেট্রিক টন ইলিশের চালান কলকাতায় পৌঁছানো হয়। মিডিয়ায় এই খবর প্রচারের পরই দিল্লি থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়া হয়। হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়ায় ভারত থেকে পেঁয়াজের যেসব ট্রাক বেনাপোল, বুড়িমারি ও হিলি স্থলবন্দরের দিকে আসছিল সেগুলো আটক করে দেয়া হয়। বিজ্ঞানের বদৌলতে এ খবর প্রচার হতে না হতেই বাংলাদেশ হুহু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। ৩০ টাকা কেজি দরের যে পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হতো সেই পেঁয়াজের দাম এক দিনে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১১০ থেকে ১২০ টাকা দর হয়ে যায়। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ওপর অধিক নির্ভরশীল হওয়ায় বাংলাদেশকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে।
জানা যায়, দেশের ভোক্তা চাহিদা মেটাতেই ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি। কিন্তু গত ২৭ সেপ্টেম্বর বুধবার বাণিজ্য মন্ত্রণালয় পূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়। গত রোববার যশোরের বেনাপোল হয়ে উপহারের ২৪ মেট্রিক টন ইলিশের চালান পাঠানো পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছায়। গেল সপ্তাহের বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়। ইলিশের চালানের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে কেনো শুল্ক ধরা হয়নি। ইলিশ ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে যে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানি শুরু হয়েছে; তা আগামী ১০ অক্টোবরের মধ্যে তা রফতানি র নির্দেশনা রয়েছে। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন সাংবাদিকদের বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এ ইলিশ বিক্রি হবে।
ইলিশের শুল্কমুক্ত প্রথম চালান ভারতে পৌঁছানের দিনই (২৯ সেপেন্টম্বর) ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। হঠাৎ করে পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে অস্বাভাবিকভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। গত কয়েকদিনে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম গড়ে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে। আর আর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার ঘোষণায় এই নিত্যপণ্যটির দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কোথাও কোথাও একশ’ টাকার বেশি দামেও পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন। তাদের ধরতে মাঠে নেমেছে মনিটরিং টিম।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় ঢাকার পাইকারি বাজারগুলো থেকে হঠাৎ পেঁয়াজ উধাও হয়ে যায়। ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যে যার মতো দাম বাড়িয়ে দিচ্ছেন। ১২০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রির খবর পাওয়া গেছে। খুঁচরা বাজারে পেঁয়াজের দামবৃদ্ধি সরকারের নজরে আসায় তা নিয়ন্ত্রণে মনিটরিং টিম মাঠে নামানো হয়। আর পেঁয়াজের চাহিদা মেটাতে ইতিমধ্যে মিয়ানমার থেকে আমদানি করা দুই জাহাজ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দু’একদিনের মধ্যেই সেগুলো বাজারে পৌঁছে যাবে। তাই সরবরাহ কম এই অজুহাত দেয়ার সুযোগ থাকবে না। ফলে দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এমন বক্তব্য সিন্ডিকেট ব্যবসায়ীদের।

এরআগে গত ১৩ সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্য টন প্রতি ৮৫০ ডলার বেঁধে দেয়। এরপর থেকেই বেশি মূল্যে পেঁয়াজ আমদানি করে আসছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। ফলে তখন থেকে বাড়তে থাকে পেঁয়াজের দাম। সর্বশেষ গত রোববার পেঁয়াজের উৎপাদন সঙ্কট দেখিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। আর এর প্রভাব পড়েছে পাইকারি ও খোলা বাজারে। কয়েক ঘণ্টার ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারত সরকার নিজেদের রফতানি নীতি সংশোধন করে পেঁয়াজকে রফতানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ঢুকিয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। তবে এ খবর পেয়েই বাংলাদেশের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন। এ সমস্যা বেশিদিন থাকবে না। মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। ফলে ভারত রফতানি বন্ধ করলেও বাজারে পেঁয়াজের সঙ্কট হবে না। আর টিসিবি গত রোববার থেকে রাজধানীর ১৯টি পয়েন্টে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

রাজধানীর কয়েকটি বাজার সরেজমিন ঘুরে দেখা যায়, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে গত রোববার রাত থেকেই দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। গত কয়েকদিনের ক্রমাগত দাম বৃদ্ধির ধারাবাহিকতায় একধাপ পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে একশ’ টাকা ছাড়িয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভোক্তারা বলছেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে। দুইদিন আগেও বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮৫ টাকা কেজি দরে। একদিনের ব্যবধানে বাজার ভেদে সেই পেঁয়াজের দাম ১০০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। কেউ কেউ বলছেন, পেঁয়াজসহ সবকিছুতেই বর্তমান সরকার ভারতের ওপর অধিক নির্ভরশীল হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদি ভারতের পাশাপাশি আগে থেকেই মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতো তাহলে এখন বিপাকে পড়তে হতো না।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে না পারলেও দেশে পেঁয়াজের ঘাটতি হবে না। কারণ আমরা অন্যান্য আরো কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে মিয়ানমার থেকে দুই জাহাজ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব পেঁয়াজ বাজারে আসলে আর সঙ্কট থাকবে না। আমি মনে করি আজকের (৩০ সেপ্টেম্বর) মধ্যেই পেঁয়াজের দাম কমবে। সচিব আরো বলেন, আমাদের পর্যাপ্ত মজুদ থাকা সত্তে¡ও অসাধু ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে মনিটরিং টিম। তারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ ও বাড়তি দামে বিক্রি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ দফতরের নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, পেঁয়াজের দাম বাড়ার জন্য নতুন করে কোনো দেশ থেকে আরো বেশি পেঁয়াজ আমদানি করা হবে কি না সে সিদ্ধান্ত আসে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। উল্লেখ, কয়েকদিন আগে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রেখে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীসহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকের আয়োজন করে। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সিন্ডিকেট ব্যবসায়ীরা যাননি; এমনিক বাণিজ্য মন্ত্রী নিজেও উপস্থিত হননি। সচিব ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।
একদিনে পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়; অথচ অন্যদিকে হঠাৎ ভারত পেঁয়াজের রফতানি বন্ধ করে দেয়। অর্থনীতিবিদরা বলছেন, ভারতের এই আচরণ থেকে বাংলাদেশের শিক্ষা নেয়া উচিত।



 

Show all comments
  • Nazmul Huda Akash ১ অক্টোবর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    বন্ধদের দিলাম ইলিশ পাইলাম ৯৯ টা গেটের পানি ইলিশ চাষ করার জন্য খাও বাঙালি পানি নিবা না চাওয়ার আগেই দিয়া দিয়াছে। এখন কিছি লোক এান নিয়া ব্যবসা করবে।
    Total Reply(0) Reply
  • Nusrat Jahan ১ অক্টোবর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    এক পেঁয়াজে দাদা বাবুরা বাঙ্গালির ঘাম ছুঁটাই ফেলছে। আজকের নিউজ গুলোর আর মানুষের আলোচনার বিষয় শুধু পেঁয়াজ। মনে হচ্ছে দাদারা পারমানবিক বোমা মারছে। চিন্তা করতেছি বাকি পন্য রপ্তানি বন্ধ করলে দেশে দূভির্ক্ষ শুরু হবে। অথচ শ্রীলংকা, আমিরাত, ঐ খানেও সাময়িক ভাবে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখছে। কারন তারা নিজের দেশের ঘাটতি মেটাতে পারছে না। আর এটা নিয়ে ফেইসবুক আন্দোলন কারিরা ইলিশ, আর পেঁয়াজ ফেইসবুকে রান্না করে খেয়ে কয়েকবার টয়লেট ও সারাই ফেলছে।
    Total Reply(0) Reply
  • Sabbir Ahmed ১ অক্টোবর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    Don't buy onion 1 week . Some ugly business man stock the onion for more profit .
    Total Reply(0) Reply
  • Md Iman Khan ১ অক্টোবর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    যদি সরকার বলে দেয় আমরা কোনো দিন ভারত থেকে পেঁয়াজ রপ্তানি করবো না দুই বছরের মধ্যে পেঁয়াজ সয়ন সম্পূর্ণ হবে যেমন টা হয়েছিল ভারত যখন বাংলাদেশ কে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কিছু যাই আসিনি বাংলাদেশ এখন গরু নিয়ে ভারতের নির্বরতা করে না এভাবে ভারত সব কিছু রপ্তানি বন্ধ করে দিলেও বাংলাদেশ কিছু যাই আসবে না সামেয়িক কষ্ট হলেও পরে সব ঠিক হয়ে যাবে। আমদানির করার জন্য ভারত চাড়া আরো অনেক দেশ আছে
    Total Reply(0) Reply
  • M Minhaj ১ অক্টোবর, ২০১৯, ১:০৫ এএম says : 0
    পরনির্ভরশীল কমিয়ে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ভারত যখন গরু দেওয়া বন্ধ করেছিল তখন অনেকে ভেবেছে এবার বাংলাদেশ বিপদে পড়বে কিন্তু দেখেন আমাদের দেশে সেই শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভাবে পেয়াজেও নিজেরা স্বয়ংসম্পূর্ণ হলে এই সমস্যা আর থাকবে না।
    Total Reply(0) Reply
  • Md Moniruzzaman ১ অক্টোবর, ২০১৯, ১:০৬ এএম says : 0
    আমাদের সরকার অনেক কিছু করতেছে। ভারতীয় দের ৫০০ টন ইলিশ মাছ দিতেছে। সামনে ৫০০০ টন দেওয়ার চিন্তা চলতেছে
    Total Reply(0) Reply
  • Golam Sarwar ১ অক্টোবর, ২০১৯, ১:০৬ এএম says : 0
    বর্তমান সময়ের কথা মনে রেখে আগামীতে বেশি করে পেঁয়াজ চাষ করতে হবে,আর বর্তমানে যাদের প্রতিদিন পাঁছটি পেঁয়াজের প্রয়োজন হয়, উনারা একটি করে ব্যাবহার করবেন , দেখবেন মূল্য কমে গেছে..
    Total Reply(0) Reply
  • MD Jahedul Islam Jahid ১ অক্টোবর, ২০১৯, ১:০৬ এএম says : 0
    বাংলাদেশ ৫০০ টন ইলিশ দিচ্ছে অথচ ভারত বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে অনেকেই পানি ঘোলা করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি। আপনাদের উপহার দেয়া ৫০০ টন ইলিশ রান্না করতে যে পেঁয়াজ লাগবে, সেটা আপনারা বিবেচনা করলেন না! এই যে সবকিছু নিয়ে আপনারা রাজনীতি করেন, এটা কিন্তু ঠিক না।
    Total Reply(0) Reply
  • Bellal Hosen ১ অক্টোবর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    পেঁয়াজ বা অন্য দ্রব্য পন্য বিদেশ থেকে আমদানি করবে, কিন্তু পারাক্কার পানিতে দেশের যে পরিমান ক্ষতি প্রতি বছর হচ্ছে, পানির কারনে বাংলাদেশের ফসল উৎপাদন হচ্ছেনা, গবাদি পশু পালন করা যাচ্ছেনা, মানুষের প্রাণহানি হচ্ছে, এ বিষয়ে সরকার কি করবে?
    Total Reply(0) Reply
  • Yourchoice51 ১ অক্টোবর, ২০১৯, ৯:০০ এএম says : 0
    ভারতকে কেন এতো গালাগাল করেন? দেশটা আমাদের কত উপকার (???) করেছিল তা কে ভুলে গেলেন? উপকারের দামটা শোধ করতে মনে হয় কয়েক শতাব্দী লাগবে।
    Total Reply(0) Reply
  • শফিকুর রহমান,কুতুবদিয়া। ১ অক্টোবর, ২০১৯, ৯:১১ এএম says : 0
    আমরা ইলিশ মাছ পাঠায় ভারত কে।আর তারা ঢেলে দেয় পানি।
    Total Reply(0) Reply
  • Ochena balok ৪ অক্টোবর, ২০১৯, ১০:২৩ পিএম says : 0
    ভারত একবার উপকার করছে সেটা মনে রাখছেন,,, কিন্তু ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে বাশ দিয়ে যাচ্ছে সেটা কেন অাপনার চোখে পরেনা। একবার উপকার করছে তাই বলে সারা জীবন ভারতের পা চাটবেন নাকি? বাংলাদেশেরমানুষের চিন্তা দারা পরিবর্তন করতে হবে,,, তাহলেই দেশের উন্নতি সম্ভব।
    Total Reply(0) Reply
  • Ochena balok ৪ অক্টোবর, ২০১৯, ১১:১৩ পিএম says : 0
    ভারত একবার উপকার করছে সেটা মনে রাখছেন,,, কিন্তু ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে বাশ দিয়ে যাচ্ছে সেটা কেন অাপনার চোখে পরেনা। একবার উপকার করছে তাই বলে সারা জীবন ভারতের পা চাটবেন নাকি? বাংলাদেশেরমানুষের চিন্তা দারা পরিবর্তন করতে হবে,,, তাহলেই দেশের উন্নতি সম্ভব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ