বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক ইনকিলাব পত্রিকার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা সংবাদদাতা মো. হাবিবুল্লাহর বাসা থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সাংবাদিক হাবিবুল্লাহর বাসায় সবার অগোচরে প্রবেশ করে কৌশলে জাহাঙ্গীর আলম (২৮) নামে ওই দুর্ধষ চোর দুটি ফোন চুরি করে নিয়ে যায়। জাহাঙ্গীর ঢাকার মিরপুর এক নাম্বারের দক্ষিণ বিশিলের বাসিন্ধা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি ছিনতাইকারি চক্রের মূলহোতা। তার নেতৃত্বে ওই এলাকায় একটি গ্যাং চুরি, ছিনতাই, মাদক কারবার পরিচালনা করে। নিয়মিত সন্ধ্যার পরে ওই চক্রটি মিরপুর এক নাম্বার এলাকার ওভার ব্রিজ, শাহ্আলী মাজার, মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় চুরি ছিনতাই করে থাকে। সাংবাদিক হাবিবুল্লাহ মোবাইল চুরির বিষয়টি নেছারাবাদ থানায় মৌখিক জানিয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরের শশুরবাড়ি উপজেলার সোহাগদল ইউনিয়নের প্যাদা বাড়ি এলাকায়। জাহাঙ্গীর মাঝেমধ্যে স্বরূপকাঠি পৌরসভার সাংবাদিক হাবিবুল্লার বাসা সংলগ্ন এক আত্মীয়ের বাড়িতে আসত। সেখান থেকে সে মাঝে মাঝে সাংবাদিক হাবিবুল্লাহর বাসায় আসা যাওয়া করত। সুযোগ বুঝে গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে হাবিবুল্লার বাসায় প্রবেশ করে মোবাইল নিয়ে ঢাকায় পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।