Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিল ফিল্মে সুদীপ্তা ব্যানার্জী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের বাংলা টিভির জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী সিরিয়ালের দুনিয়া থেকে এবার চলচ্চিত্রের মাঠে পা রাখছেন। তিনি জানিয়েছেন বেশ কয়েকটি তামিল প্রডাকশন হাউসের সঙ্গে তার আলাপ চলছে। “সব যদি পরিকল্পনা মত এগোয় তাহলে নভেম্বরের মধ্যে আমি দক্ষিণ ভারতের চলচ্চিত্রে স্বাক্ষর করব। কয়েকমাস আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করে, অচিরেই সব চূড়ান্ত হবে,” সুদীপ্তা বলেন। তিনি জানিয়েছেন এছাড়াও মুম্বাইয়ের কয়েকটি প্রডাকশন হাউসের সঙ্গেও তার কথা হচ্ছে। “আমাকে অনেক মানুষের সঙ্গে সাক্ষাত করতে হবে আর অডিশনে যেতে হবে। আমার সময় দরকার নিয়মিত সিরিয়ালে কাজ করে সময় বের করা সম্ভব নয়। ১৪ ঘণ্টা শুটিংয়ে থেকে মানুষের সঙ্গে দেখা করা আর কথা বলা কীভাবে সম্ভব?” সুদীপ্তা বলেন, “ভাল আর বিশেষ দেখেই আমি ফিল্ম নেব। তা না হলে আমি মানা করে দিচ্ছি।” এর মধ্যে সুদীপ্তা তার মুম্বাই যাত্রা বাতিল করেছেন কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “একটি প্রজেক্ট চূড়ান্ত হবার আগে আমি অন্য কিছুকে সময় দিতে পারি না। মডেলিং জগত থেকে অভিনয়ে আগত সুদীপ্তা জি বাংলার ফ্যান্টাসি সিরিজ ‘সাত ভাই চম্পা’তে খল রাণি মণিমালার ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিয়ালে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রমিতা চক্রবর্তী এবং রুদ্রজিত মুখার্জী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ