রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা সদর উপজেলায় দোড়া মথনা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে ১৫টি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত: ২০ জন আহত হয়েছে। গত রবিবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এক বছর আগে ওই গ্রামের জুড়োন মোল্যার কাছ থেকে তারই প্রতিবেশী রাজ আলীর কাছ থেকে ১ হাজার ইট ধার করে। কিন্তু বছর পেরিয়ে গেলেও উক্ত ইট ফেরত না দিয়ে টালবাহনা করে আসছিল।
এ অবস্থায় জুড়োন মোল্যা ইটের বিপরীতে ৭ হাজার ২০০ টাকা দাবি করলে রাজ আলী গত সপ্তাহে জুড়োন মোল্যা ও তার আত্মীয়-স্বজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ ঘটনার পর জুড়োন মোল্যার ভাই ইটের বিপরীতে সমপরিমাণ টাকা আদায়ের জন্য গত ২৭ সেপ্টেম্বর তারিখে রাজ আলীসহ ৬ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনার জের ধরে গত রবিবার দুপুরে রাজ আলীর সমর্থকরা জুড়োন মোল্যাসহ তার লোকজনদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে। হামলায় অন্তত: ২০ জন আহত হয়। তাদের মধ্যে সাজু বিবি, ইসলাম, আসাদ, সালাম, রাশেদ, মানিক, শাহিনুর, গোলাম সরোয়ার, সবদাল মোল্যা, লুৎফর মোল্যাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।