রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোটশুনই ঘাটপাড় বাজারে সরকারি হালট থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে ৯টি অবৈধ স্থাপনা। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ফুলপুর উপজেলার ছোটশুনই ঘাটপাড় বাজারে সরকারি হালটের উপর কতিপয় ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ দেখা দেয়ায় অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক, ময়মনসিংহের উচ্ছেদ মোকদ্দমার নির্দেশপ্রাপ্ত হয়ে গতকাল সোমবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে নয়ন, কাজল, আশ্রাফুল, ছফি উদ্দিন, আ. খালেক, জালাল উদ্দিন ও কুমেত আলীর ৯টি আধাপাকা ও টিন সেট দোকান ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানকালে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যসহ ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিল।
ফুলপুর উপজেলা ভূমি অফিসের নাজির মো. রুখতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ২০ লক্ষ টাকার সরকারি সম্পত্তি অবৈধ দখল হতে উদ্ধার হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।