রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে গত রোববার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত রোববার গভীর রাতে শর্টসার্কিট থেকে আগুন লেগে ভেলুমিয়া বাজারের মুদি, ফার্নিচার, সার, জাল, মুরগীর দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রাত ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হলেও ব্যবসায়ীদের দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অধিকাংশ ব্যবসায়ীদের এনজিও সংস্থাসহ বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়া। ব্যাবসায়ীরা এখন কী করে ঘুরে দাড়াবে সে চিন্তায় দিশেহারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।