Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১৪৪১ হিজরিতে সরকারিভাবে ৫০% হাজী নেয়ার ঘোষণা প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫১ পিএম

১৪৪১ হিজরিতে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫০% হজযাত্রীকে হজে পাঠানোর ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। গতকাল সোমবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯ সালের সফল হজ ব্যবস্থাপনার সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। ধর্ম প্রতিমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় জামাই আদরেও হজ করানোর প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় গত হজে সুষ্ঠ হজ ব্যবস্থাপনার বিভিন্ন সাফল্যের বিষয়াদি তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম-সচিব এ বিএম আমিন উল্লাহ নূরী, যুগ্ম-সচিব জমাদ্দার, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
আগামী হজে (২০২০ সনে) ৫০% হজযাত্রী প্রেরণের লক্ষ্যে কর্মপরিকল্পনাও নেয়া হচ্ছে বলে ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আগামী বছর মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। সউদী সরকারও এ ব্যাপারে সহায়তা করবে। ২০১৯ সনে (১৪৪০ হিজরিতে) সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৫২জন হজযাত্রী পবিত্র হজ পালন করেছে। গত হজে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার কোটার মধ্যে ৬ হাজার ৯২৩ জন পবিত্র হজ পালন করেছে।



 

Show all comments
  • RAFIQUL ISLAM ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৫ পিএম says : 0
    amra ki korbo shob i aoni korben?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ম প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ