প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয় জীবনের দীর্ঘ তিন দশক অতিবাহিত করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজী সিদ্দিকী। দীর্ঘ এই পথচলায় এবারই প্রথম তিনি কোন সিনেমায় খলনায়িকা বা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। রায়হান রাফির পরিচালনাধীন ‘পরাণ’ নামক একটি সিনেমায় তাকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ইতোমধ্যে তিনি সিনেমাটির শূটিং-এর কাজ শেষ করেছেন। রোজী সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন সময়ে সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল সিনেমায় এই ধরনের একটি চরিত্রে অভিনয় করার। চরিত্রটি ভালো লাগায় অনেকটা চ্যালেঞ্জ নিয়েই সিনেমাটিতে অভিনয় করেছি। সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু’সহ আরো অনেকে। এদিকে রোজী সিদ্দিকী নিয়মিত ‘মান অভিমান’,‘ ঘুমন্ত শহরে’,‘ ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘তুমি আছো তাই’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনীত প্রথম সিনেমা গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’। পরবর্তীতে তিনি কাজীয় হায়াৎ’র ‘লাভ স্টোরি’ সিনেমাতে অভিনয় করেন। এছাড়াও তিনি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘শঙ্খচিল’ সিনেমাতেও অভিনয় করেন। আগামী ১১ অক্টোবর ‘গঙ্গা যমুনা নাট্যোৎসব’-এ রোজী সিদ্দিকীর একক মঞ্চ নাটক ‘পঞ্চ নারীর আখ্যান’র ৬৯’তম মঞ্চায়ন হবে। এটি রচনা করেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনায় দিয়েছেন অভিনয়শিল্পী সংঘ’র সভাপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।