Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহর থানা বাজার সড়কের বেহাল দশা

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পাবনার চাটমোহর বাস স্ট্যান্ড হতে থানা বাজার সড়কের বেহাল দশায় জন দুর্ভোগ বাড়ছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এছাড়া সড়কটির পাশেই চাটমোহর সরকারি কলেজ অবস্থিত। এই সড়কটি চাটমোহর উপজেলা হাসপাতাল, পোস্ট অফিস, বড় বাজারে এবং জেলা শহরের যাতায়াতের মাধ্যম। যে কোন সময়ের চেয়ে বর্তমানে সড়কটি খানাখন্দে একাকার হয়ে গেছে। সংষ্কারের অভাবে সড়কের অধিকাংশ জায়গা থেকে পাথর, পিচ, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তগুলি পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টিতে গর্তগুলি পানি জমে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

চাটমোহর বাস স্ট্যান্ড হতে থানা বাজার সড়ক ছাড়াও পৌরসভার মধ্যের অধিকাংশ সড়কের একই করুন অবস্থা। এতে সাধারণ মানুষের চলাচলে যেমন ক্ষতি হচ্ছে তেমনি যানবাহনেরও ক্ষতি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ