Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হাওরের জীববৈচিত্র্য রক্ষায় যাদুকাটা নদীতে পাথর উত্তোলন বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সুনামগঞ্জের যাদুকাটা নদীর উৎসমুখে সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। এর ফলে মাছের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র নষ্ট হচ্ছে। এর পাশাপাশি বালুতে ভরাট হয়ে যাচ্ছে নদীর দুই পাশের জমি ও খাল-বিল, ডোবা-নালা। পরিবেশবাদিরা হাওর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় যাদুকাটা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পবা‘র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট সুজা আহমেদ, কৃষকলীগ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, যুবলীগ নেতা জাকেরী রেজা জয়, বানিপার চেয়ারম্যান প্রকৌশলী মোহম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক আতিক পূর্ণিয়া, ধর্মপাশা উন্নয়ন ফোরাম যুগ্ম সম্পাদক নির্মল দেবনাথ, সুনামগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক রাজিব কুমার রায়, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আরিফ হাসান সায়িম ও মাহমুদ হাসান তারেক।

পরিবেশবাদিরা বলেন, সুনামগঞ্জের যাদুকাটা নদীর উৎসমুখে সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। একশ্রেণীর অর্থলোভী দানব, লুটেরা গোষ্ঠী শত বছরের প্রকৃতির ব্যালেন্স নষ্ট করে, লক্ষ লক্ষ পাথর ও বারকী শ্রমিকের পেটে লাথি মেরে বোমা মেশিন ও ড্রেজিং মেশিন দিয়ে নদীর পাড় ধ্বংস করে প্রতিদিন কোটি টাকার পাথর, বালু উত্তোলন করছে।
মানববন্ধনে বক্তারা বোমা মেশিনের কারণে উদ্ভূত সমস্যাসমূহ তুলে ধরেন। তারা বলেন এতে নদীর পাড় ভেঙ্গে শত শত একর জমি নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। কৃষিজমিতে বালির স্তর পড়ে চাষের অনুপযোগী হয়ে যাচ্ছে। তারা যাদুকাটা নদীতে সবধরনের বোমামেশিন ও ড্রেজার মেশিন বন্ধের দাবি জানান।

তারা বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে বালু মেশিন দিয়ে নুড়ি পাথর তোলার সুযোগ করে দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান করে দিতে হবে। তাহলে হাওরের জীব বৈচিত্র যেমন রক্ষা পাবে তেমনি বাঁচবে অনেক শ্রমিকদের জীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ