বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার নগরীর নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে মানববন্ধনের জন্য জড়ো হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।
সংগঠনের নেতারা জানান, মানববন্ধনের জন্য সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করলে পুলিশ এসে তাদের সেখান থেকে সরে যাবার অনুরোধ করেন। মানববন্ধন করার অনুমতি পুলিশের পক্ষ থেকে বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। এ সময় সেখানে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত হন। পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরে যেতে বলার পর পুলিশের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন আবুল হাশেম বক্কর।
একপর্যায়ে পুলিশ চড়াও হলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতারা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যান। সেখানে মানববন্ধনে বাধার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার দেশকে ক্যাসিনোর রাষ্ট্রে পরিণত করেছে। সেজন্য আমাদের সভা-সমাবেশ, মানববন্ধন করার মতো গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিচ্ছে। তাদের অপকর্মের যাতে কোনো প্রতিবাদ না হয়, সেজন্য সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার নাম শুনলে সরকার আঁতকে ওঠে। এর প্রমাণ হচ্ছে মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশের বাধা।
নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এম এ আজিজ, সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন ও শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রমুখ।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্বেচ্ছাসেবক দল অনুমতি নিয়েছিল দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করার। সড়কে মানববন্ধনের কোনো অনুমতি না থাকায় তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।