Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু একাডেমির চেয়ারম্যান হলেন লাকী ইনাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০১৪ সাল থেকে শিশু একাডেমির দায়িত্বে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে দায়িত্বে যোগ দিয়েছেন লাকী ইনাম। ১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে থিয়েটারে যুক্ত হন তিনি। পরবর্তীতে নাগরিক নাট্যাঙ্গন গড়ে তোলেন। বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। মঞ্চে লাকী ইনামের একক পরিবেশনার নাটক আমি বীরাঙ্গনা বলছি প্রশংসা কুড়িয়েছে। তার নির্দেশিত নাটকগুলোর মধ্যে রয়েছে সেই সব দিনগুলো, প্রাগৈতিহাসিক, বিদেহ। মঞ্চের পাশাপাশি হুমায়ুন আহমেদের বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই’র মতো জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি। মঞ্চ নাটকে অসাধারণ কৃতিত্বের জন্য ১৯৮৪ সালে অ্যাওয়ার্ড অব অনার পুরস্কার লাভ করেন ইনাম। ২০১৯ সালে লাভ করেন একুশে পদক। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রবর্তিত শিল্পকলা পদক ২০১৪ পেয়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ