প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের জীবন নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র এখন প্রাক নির্মাণ প্রক্রিয়ায় আছে। হলিউডের এই তারকা কমেডি শিল্পীকে নিয়ে এই চলচ্চিত্রটি আর কেও নয় তার নিজের নাতনী কারমেন চ্যাপলিন পরিচালনা করবেন। ‘চার্লি চ্যাপলিন, আ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড’ নামের এই ডকুমেন্টারি থিয়েটার ফিচার ফিল্মটি প্রযোজনা করবেন মাদ্রিদ ভিত্তিক ওয়েভ অফ হিউম্যানিটির স্ট্যানি কোপে, ডোলোরেস চ্যাপলিন এবং অসীম বাল্লা, কানাকি ফিল্মসের রামিরেস এবং আটলান্টিক পিকচার্সের ন্যানো আরিয়েরা এবং সিলভিয়া মার্টিনেস। এই প্রথম চ্যাপলিনকে নিয়ে কোনও চলচ্চিত্র নির্মাণের পুরো ক্রিয়েটিভ দায়িত্ব নিচ্ছে তারই পরিবারের একজন। ‘অ্যানাদার ডে অফ লাইফ’-এর জন্য খ্যাত আমায়া রামিরেসের সঙ্গে এই প্রামাণ্যচিত্রের চিত্রনাট্য লিখবেন কারমেন। প্রযোজকদের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে : “ আমূল ভিন্নভাবে চ্যাপলিনের শিল্পকে রোমানি দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে। ক্যামেরার চোখে জিপসিদের ওপর নির্যাতন তুলে ধরা হবে।” উল্লেখ্য চ্যাপলিন ছাড়া পাবলো পিকাসো এবং এলভিস প্রেসলি ছিলেন রোমানি বংশজাত, সাধারণভাবে রোমানিরা জিপসি নামে পরিচিত। আগামী বছর চলচ্চিত্রটির নির্মাণ শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।