রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সেচনীতিমালা উপেক্ষা করে বিএডিসি কর্তৃক সেচ লাইসেন্স ও পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানে কৃষকদের হয়রানী ও অহেতুক দীর্ঘসূত্রীতার কারণে আর্থিক ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা সাঘাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের কৃষক ওমর আলী ২০১৪ সালে ও ২০১৮ সালে হাসিল কান্দি গ্রামের পল্লী বিদ্যুৎ সমিতির লট নং-১১৩০ পোল নং-১১ এর গ্রাহক হিসাবে রুবি বেওয়া বিএডিসি সেচ বিভাগের নিকট থেকে বিধি মোতাবেক লাইসেন্স গ্রহন করেন।
বিএডিসি (সেচ) নীতি মালা উপেক্ষা করে গাছাবাড়ি গ্রামে ৫ জন ও হাসিল কান্দি গ্রামে ৩ জন কৃষককে অবৈধভাবে সেচ লাইসেন্স প্রদান করে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি সেচ লাইসেন্স প্রদানে গুরুত্ব বজায় না রেখে অবৈধ আর্থিক লেন দেনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পায়তারা করছে। বৈধ লাইসেন্স ধারী ঐ দুই কৃষককে গত ৯ মাস ধরে বিএডিসির কর্মকর্তারা সংযোগ দেয়ার নামে চিঠি চালাচালির এক পর্যায়ে গত ২৬ সেপ্টমবর সাঘাটা পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সংযোগ দিতে অপারকথা জানিয়ে পূনঃরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতির নিকট চিঠি ফেরৎ পাঠিয়েছে।
এনিয়ে কৃষকদের মাঝে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ প্রদানকে কেন্দ্র করে ঐ দুই গ্রামের কৃষককের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।