Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সনদ জালিয়াতি ধরাপড়ায় পদত্যাগ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পাবনার ভাঙ্গুড়ায় ৯ বছর পর কলেজ শিক্ষকের সনদ জালিয়াতি ধরাপড়ায় পদত্যাগ করেছেন কলেজ শিক্ষক নাজনীন নাহার। ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষকের। 

গোপন সূত্রে জানা যায়, ২০১০ সালে নাজনীন নাহার উক্ত কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে চাকরি নেন। চাকরি নেবার সময় থেকেই তার শিক্ষক নিবন্ধন সনদটি ছিল ভুয়া। কিন্তু কলেজ কর্তৃপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন চাকরি করে আসছিলেন। কলেজটি ২০১৬ সালে জাতীয়করণের প্রক্রিয়ায় অন্তর্ভক্ত হয়। তখন থেকে সরকারিভাবে শিক্ষকদের সকল সনদ যাচাই বাছাই-এর কাজ শুরু করা হয়। কলেজ কর্তৃপক্ষ ১৭ জন শিক্ষকের নিবন্ধন সনদ যাচাই বাছাইয়ের জন্য এনটিআরসিএ বরাবর পাঠান। এনটিআরসিএ কর্তৃক যাচাই বাছাই শেষে চলতি মাসে নাজনীন নাহারের নিবন্ধন সনদ জাল বলে প্রতিবেদনে কলেজ কর্তৃপক্ষকে জানায় এবং একই সঙ্গে প্রতিবেদনের অনুলিপি ভাঙ্গুড়া থানায় পাঠিয়ে কলেজ কর্তৃপক্ষকে উক্ত নাজনীন নাহারের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শহীদুজ্জামান জানান এনটিআরসিএ কর্তৃক তার নিবন্ধন সনদ জাল প্রতিবেদন পাওয়ার পর তাকে নোটিশ করা হয়েছে কিন্তু নাজনীন নাহার ইতোমধ্যেই উক্তপদ থেকে পদত্যাগ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ