Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোমতীর চর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লা আদর্শ সদর উপজেলার সংরাইশ এলাকার গোমতী নদীর চর থেকে রুবেল মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল মিয়া জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার গিয়াস উদ্দিন ভাণ্ডারীর ছেলে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর সামসুজ্জামান জানান, সকালে সংরাইশ এলাকায় গোমতীর চরে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, এখনো রুবেলের মৃত্যুর কারণ জানা যায়নি।
নিহত রুবেলের মা আমেনা বেগম জানান, রুবেলের স্ত্রী ফাতেমার সঙ্গে সাগর নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। মঙ্গলবার সংরাইশ এলাকায় শ্বশুর বাড়ি যান রুবেল। সেখানেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ