Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার কালীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুস সামাদ ঢালী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সামাদ ঢালী কৃষ্ণনগর গ্রামের আবুল খায়ের ঢালীর ছেলে। বুধবার ভোরে উপজেলার কৃষ্ণনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণনগর গ্রামের সপ্তম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রী গত সোমবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে সে বাড়ির পাশে বাথরুমে যাওয়ার সময় তাদের প্রতিবেশী লম্পট সামাদ ঢালী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই মাদ্রাসা ছাত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে লম্পট সামাদ ঢালী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনার পরদিন মঙ্গলবার সকালে মেয়েটির মা নাজমুন নাহার বাদী হয়ে কালিগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামালা দায়ের করেন। পুলিশ এ মামলায় বুধবার ভোরে আসামী আব্দুস সামাদ ঢালীকে গ্রেপ্তার করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লস্কর জাইদুল হক সত্যতা স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ