Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি বন্ধ

হাজার হাজার মানুষ ভোগান্তিতে টানা এক সপ্তাহ

নজরুল ইসলাম, রাজবাড়ী থেকে | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পদ্মায় পানি বৃদ্ধির ফলে টানা এক সপ্তাহ রাজবাড়ীর জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে পার হচ্ছে মানুষ।

সরেজমিনে গতকাল শুক্রবার সকালে জৌকুড়া ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফরিদপুর ও রাজবাড়ী থেকে পাবনা জেলার যাত্রীরা ঘাট এলাকায় বসেন আছে ট্রলারের আশায়। এ সময় পাবনা জেলার বাসিন্দা নজর মওলা বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তি হচ্ছে আমাদের। প্রতি এক ঘন্টা পরপর ট্রলার ছেড়ে যাচ্ছে। নদীতে প্রচন্ড স্রোত থাকায় ট্রলাগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের তত্ত্বাবধানে থাকা রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় সুত্রে জানা যায়, এই নৌরুট দিয়ে প্রতিদিন চলাচল করে দু’টি ফেরি, দুটি লঞ্চ ও ১০ থেকে ১২টি ইঞ্জিন চালিত ট্রলার। এই নৌযানগুলো দিয়ে প্রতিদিন, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা ও সিরাজঞ্জ জেলার অন্তত ১৫ হাজার মানুষ ও যানবাহন পারাপার করা হয়। আরো জানা যায়, পদ্মায় পানি বৃদ্ধির ফলে গত প্রায় সপ্তাহ বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।
জৌকুড়া ঘাটের ইজারাদার মোস্তফিজুর রহমান শরিফের প্রতিনিধি মো. সোহেল রানা জানান, এই নৌপথে চলাচলকারী ফেরি বন্ধ রাখা হয়েছে গত শনিবার থেকে। এই নৌপথে যে ফেরি দুটি রয়েছে তা অত্যন্ত পুরাতন হয়েছে। সামান্য স্রোতেও চলতে সমস্যা হয়। আর এখন তো নদীতে প্রচন্ড স্রোত যে কারনে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, এই ঘাটটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপদে পরেছে পন্যবাহি ট্রাকের চালকের। তাদের কুষ্টিয়া জেলা হয়ে পাবনায় যেতে হচ্ছে। এতে অন্তত ২০০ কিলোটিার পথ বেশি ঘুরে যেতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন জানান, পদ্মায় পানি বৃদ্ধির ফলে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। পদ্মার পানি কমে গেলে ও স্রোত কমে গেলে শুরু হবে ফেরি চলাচল। এ ব্যপারে জনসাধারনের ভোগান্তি কমাতে ঘাট বন্ধের একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ