Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

ফুলবাড়ি (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কুড়িগ্রামের ফুলবাড়িতে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক পুলিশ কনেস্টবলকে আটক করেছে। গত বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। পরে বিকালে তাকে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়। আটক কনেস্টবলের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাহার বিপি নম্বর-৬৮৬। পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

ফুলবাড়ি থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ