রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাটোর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাতে তাদের আটক করা হয়।
সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সাজ্জাদ হোসেন সোহাগের নামে এর আগে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলা, মাদক মামলাসহ অনেক মামলা রয়েছে। সে অনেকদিন ধরে পলাতক ছিল তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, সন্ধ্যা সাতটার দিকে পুলিশ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি ঘেরাও করে। এরপর পুলিশ কাজী শাহ আলম এবং সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।