Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ ডাউনটন অ্যাবি
২ হাসলার্স
৩ র‌্যাম্বো : লাস্ট বøাড
৪ অ্যাড অ্যাস্ট্রা
৫ ইট : চ্যাপ্টার টু

ডাউনটন অ্যাবি
বিংশ শতকের শুরুতে এডওয়ার্ড যুগের এক ব্রিটিশ প্রাসাদে ক্রলি পরিবার আর তাদের পরিচারকদের নিয়ে নির্মিত জনপ্রিয় টিভি সিরিজের চলচ্চিত্র সংস্করণ ‘ডাউনটন অ্যাবি’ ড্রামা ফিল্মটি পরিচালনা করেছেন মাইকেল এংলার। ‘দ্য শ্যাপেরোন’ (২০১৮) এংলার পরিচালিত চলচ্চিত্র।
১৯২৭। লর্ড ও কাউন্টেস অফ গ্রেন্থাম (হিউ বনভিল, এলিজাবেথ ম্যাকগভার্ন) জানতে পারল ইংল্যান্ডের রাজা ও রাণী তাদের ডাউনটন এবিতে বেড়াতে আসছে। সাজ সাজ রব পড়ে যায়। রাজকীয় এই আগমনের আগে ডাউনটন এবিকে ঝকঝকে তকতকে করতে হবে। প্রতিটি কোনা পরিষ্কার হতে থাকে। লেডি এডিথ (লরা কারমাইকেল) তার কন্যা ম্যারিগোল্ড আর স্বামী বার্টি পেলহ্যামকে (হ্যারি হ্যাডেন-প্যাটন) নিয়ে ডাউনটন এবিতে ফিরেছে। লেডে মেরি নতুন এক ঝামেলা শুরু করেছে তার বিশ্বাস প্রধান বাটলারের পদে থমাস (রবার্ট জেমস-কলিয়ার) রাজ সফর সামলাবার সামর্থ্য রাখে না তাই অবসরপ্রাপ্ত বাটলার কারসনকে (জিম কার্টার) ডাউনটন এবিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ