বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ সংলগ্ন পিতলগঞ্জ, শরিয়তগঞ্জ ও দেবই মৌজা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ।
গতকাল বেলা এগারোটা থেকে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান শুরু করে। বিকেল ৩টা পর্যন্ত অভিযানে নদী ভরাট কাজে ব্যবহৃত ৬টি ড্রেজারের পাইপ, ২টি সেমিপাকা ভবন, ৭টি বাঁশের জেটি, ৭টি পাকা দেয়ালসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় জব্দকৃত বালু ১ লাখ ৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী অবৈধ দখলমুক্ত অভিযান চলমান রয়েছে। নদী দখলদারদের কাউকে ছাড় দেয়া হবে না।
নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, মোট ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।