Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য ১২৭ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ পিএম

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বার্তায় এ ঘোষণা দেন।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন- ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। ২০১৭ সালের সহিংসতার পর থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ নিয়ে যুক্তরাষ্ট্র মোট ৬৬৯ মিলিয়ন ডলার সহায়তা দিল। আর এ সহায়তার মধ্যে ৫৫৩ মিলিয়ন ডলার বাংলাদেশে নেওয়া কর্মসূচিতে ইতোমধ্যে ব্যয় করা হয়েছে।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহায়তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ