Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দফায় অভিযান চালিয়েছে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান শুরু করে। বিকেল ৩টা পর্যন্ত অভিযানে নদী ভরাট কাজে ব্যবহৃত একটি বড় আকারের ড্রেজার, কয়েকটি ডকইয়ার্ড ও বেশ কয়েকটি সীমানা দেয়ালসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএর অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ন-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো. শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং নদী দখলদারদের কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি জানান, উচ্ছেদকৃত দখলদাররা যদি পুনরায় সেই জায়গা দখলের পায়তারা করে তবে উচ্চ আদালত থেকে দখলের শাস্তির মতো পুনর্দখলের অপরাধেও তাদের প্রতি একই শাস্তির বিধান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ