রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এক বাড়িতে প্রকাশ্যে দূবৃর্ত্তরা সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে উপজেলার উত্তরগাঁও কেওটাউন নামক এলাকায় খগেন্দ্র রায়ের ছেলে ডালিম রায়ের বাড়িতে।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে পূর্বের জের ধরে ডালিম রায়ের বাড়িতে হামলা চালিয়ে তার খড়ির ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মহরম আলী জানান, আগুনে পুড়ে প্রায় ৩০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে ।
সরেজমিনে তদন্তকালে স্থানীয়দের মধ্যে মিঠুন, পলাশ রায়, ইচ্ছা মতি রায়সহ অনেকেই জানান, একই এলাকার মানিক চন্দ্র রায়, রশিক লাল, তপন সহ ১০/১২ জনের একটি দল ডালিমের বাড়িতে তার লোক জনকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে আহত হয়েছে শুভ রায় ও শংকর রাজ। স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বের জের ধরে ঘটেছে।
এব্যাপারে থানার এস আই মোমিন জানান খড়ির ঘরে কেবা কাহারা আগুন লাগিয়েছে। এনিয়ে ডালিম রায় বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।