Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রদলে কোন্দলের ইন্ধন আছে কিনা দেখা দরকার: তথ্যমন্ত্রী

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের ইন্ধন আছে কিনা তা দেখা দরকার, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, 'ঢাবি ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক তাদের কাউন্সিলের বিরুদ্ধে আদালতে পিটিশন দিলে, কাউন্সিলের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন। তদুপরি কাউন্সিল আয়োজনের পর ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সব কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এমন ঘটনার প্রেক্ষিতে এ হামলার ঘটনার পেছনে তাদের আভ্যন্তরীণ কোন্দলের ইন্ধন আছে কিনা তা দেখা প্রয়োজন।'
এসময় তথ্যমন্ত্রী ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস হামলার ঘটনায় আহত সাংবাদিকদের প্রতি দুঃখপ্রকাশ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ